চসিক নির্বাচন : কে কোন প্রতীক পেলেন

নগর প্রতিবেদক >>>
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কে কোন প্রতীক পেয়েছেন তা জানার কৌতুহল কাজ করে ভোটারদের মধ্যে। অনেক প্রার্থী আবার নিজের পছন্দের প্রতীক না পেলেও যা পেয়েছেন সেটাকেই সঠিকভাবে কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে আনার সংকল্প করেছেন। সোমবার (৯ মার্চ) নির্বাচন কমিশন থেকে সরবরাহকৃত তালিকা অনুসারে চসিকের ৪১ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরপ্রার্থীদের কে কোন প্রতীক পেয়ে নির্বাচন করছেন তা দৈনিক চট্টগ্রামের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গাজী মোহাম্মদ শফিউল আজিম পেয়েছেন ঘুড়ি প্রতীক আর বিএনপির প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন মিষ্টি কুমড়া প্রতীক। একই ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী ঝুড়ি, মো. ইলিয়াছ টিফিন ক্যারিয়ার, মো. ইকবাল হোসেন রেডিও, আহমদ নূর ঠেলাগাড়ি ও কাজল নাথ পেয়েছেন লাটিম প্রতীক।
২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম পেয়েছেন ট্রাক্টর প্রতীক। বিএনপির প্রার্থী এয়াকুব চৌধুরী পেয়েছেন এয়ার কন্ডিশনার। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মা. সাহেদ ইকবাল (বাবু) ঝুড়ি ও গিয়াস উদ্দিন ভূঁইয়া ঠেলাগাড়ি প্রতীক পেয়েছেন।
৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আ’লীগ সমর্থিত প্রার্থী কফিল উদ্দিন খান পেয়েছেন ট্রাক্টর। বিএনপির এককপ্রার্থী মো. ইলিয়াছ পেয়েছেন ঠেলাগাড়ি। এছাড়াও আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলাম মিষ্টি কুমড়া, মো. ইলিয়াছ আহমদ লেদু ঝুড়ি, মো. আমির হোসেন রেডিও, মো. সেলিম উদ্দিন ঘুড়ি, মো. আবুল কালাম করাত, মো. জসিম উদ্দিন কাঁটা চামচ, মো. মোরশেদ হোসেন লাটিম ও মো. ইকবাল টিফিন ক্যারিয়ার প্রতীকে নির্বাচন করছেন।
৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডে আ’লীগের বর্তমান কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ সাইফু টিফিন ক্যারিয়ার বিএনপির এককপ্রার্থী মাহবুবুল আলম পেয়েছেন মিষ্টি কুমড়া প্রতীক। এছাড়াও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. আনিসুর রহমান পেয়েছেন রেডিও, নাছির উদ্দিন এয়ার কন্ডিশনার, মো. এসরারুর হক ঘুড়ি, জাহেদ গিয়াস উদ্দীন আহমেদ লাটিম ও মো. ইউসুফ ঝুড়ি।
৫ নম্বর মোহরা ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপির এককপ্রার্থী মো. আজম মিষ্টি কুমড়া ও আ’লীগ সমর্থিক মোহাম্মদ কাজী নুরুল আমিন (মামুন) পেয়েছেন ঘুড়ি প্রতীক। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. ইব্রাহিম হোসেন লাটিম, আইয়ুব আলী চৌধুরী ঠেলাগাড়ি ও মুহাম্মদ রাশেদুল ইসলাম পেয়েছেন ব্যাডিমিন্টন র‌্যাকেট।
৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে বিএনপির মুহাম্মদ হাসান লিটন রেডিও এবং আ’লীগের এম আশরাফুল আলম পেয়েছের ঘুড়ি প্রতীক।
৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে আ’লীগেরপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. মোবারক আলী টিফিন ক্যারিয়ার ও বিএনপির এককপ্রার্থী মো. ইসকান্দর মির্জা পেয়েছেন ঘুড়ি প্রতীক। আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী মো. শামীম ঠেলাগাড়ি, মো. এয়াকুব পেয়েছেন মিষ্টি কুমড়া প্রতীক।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আ’লীগের প্রার্থী মো. মোরশেদ আলম লাটিম এবং বিএনপির এককপ্রার্থী হাসান চৌধুরী পেয়েছেন রেডিও প্রতীক। এছাড়াও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. আবুল হাসান সুমন ঘুড়ি, মোহাম্মদ মহসীন টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী আব্দুস সাত্তার সেলিম পেয়েছেন লাটিম। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিতপ্রার্থী নুরুল আবছার মিয়া রেডিও, বর্তমান কাউন্সিলর ও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. জহুরুল আলম জসিম মিষ্টি কুমড়া ও মোহাম্মদ ফজলে আজিম দুলাল পেয়েছেন ঘুড়ি প্রতীক।
১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মো. রফিক উদ্দীন চৌধুরী পেয়েছেন ঘুড়ি প্রতীক। অন্যদিকে বর্তমান কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ আ’লীগের সমর্থন নিয়ে পেয়েছেন মিষ্টি কুমড়া প্রতীক। এই ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল পেয়েছেন লাটিম প্রতীক।
১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে আ’লীগেরপ্রার্থী অধ্যাপক মো. ইসমাইল টিফিন ক্যারিয়ার বিএনপির এককপ্রার্থী মো. সোহারাব হোসেন চৌধুরী পেয়েছেন লাটিম প্রতীক। এছাড়াও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী হিসেবে খন্দকার এনামু হক মিষ্টি কুমড়া, বর্তমান কাউন্সিলর মোর্শেদ আকতার চৌধুরী ঘুড়ি, মো. নুরুল হুদা চৌধুরী ঠেলাগাড়ি ও মো. নুরুল ইসলাম রেডিও প্রতীক পেয়েছেন।
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আ’লীগের সমর্থন নিয়ে মো. নুরুল আমিন রেডিও এবং বিএনপির একক প্রার্থী শামসুল আলম পেয়েছেন ঘুড়ি প্রতীক। এই ওয়ার্ডে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. সাবের আহম্মেদ ঠেলাগাড়ি, মো. সাইফুল আলম টিফিন ক্যারিয়ার, মো. আসলাম হোসেন মিষ্টি কুমড়া প্রতীকে নির্বাচন করছেন।
১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. মাহামুদুর রহমান রেডিও, কাজী অতনু জামান টিফিন ক্যারিয়ার ও আ’লীগ সমর্থিতপ্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী লাটিম প্রতীকে নির্বাচন করছেন। এই ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মো. জাহাঙ্গীর আলম দুলাল পেয়েছেন ঘুড়ি প্রতীক।
১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী আব্দুল হালিম (শাহ আলী) পেয়েছেন রেডিও প্রতীক। অন্যদিকে বর্তমান কাউন্সিলর ও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী আবুল ফজল করিম আহমেদ মানিক লাটিম, আ’লীগ সমর্থিত আবুল হাসনাত মো. বেলাল ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন।
১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী চৌধুরী সায়েফুদ্দীন রাশেদ সিদ্দিকী মিষ্টি কুমড়া ও আ’লীগের এককপ্রার্থী বর্তমান কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ঘুড়ি প্রতীক।
১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী এ কে এম সালাউদ্দীন কাউসার লাভু ঘুড়ি, এবং আ’লীগ সমর্থিত বতর্মান কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু পেয়েছেন ব্যাডমিন্টন র‌্যাকেট। এছাড়াও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসাইন রেডিও ও নূর মোস্তফা টিনু পেয়েছেন মিষ্টি কুমড়া প্রতীক।
১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী ও বর্তমান কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম (ডিউক) মিষ্টি কুমড়া এবং আ’লীগেরপ্রার্থী মোহাম্মদ শহিদুল আলম ঘুড়ি প্রতীক পেয়েছেন। একই দলের বিদ্রোহীপ্রার্থী শোয়েব খালেদ পেয়েছেন রেডিও প্রতীক
১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হারুন উর রশিদ একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী বর্তমান কাউন্সিলর মো. ইয়াছিন চৌধুরী (আছু) টিফিন ক্যারিয়ার এবং আ’লীগ সমর্থিত মো. নুরুল আলম পেয়েছেন মিষ্টি কুমড়া। এখানে আ’লীগের বিদ্রোহী প্রার্থী এস এম দিদারুল আলম লাটিম ও মো. আজিজুর রহমান ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন।
২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে আ’লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী ঠেলাগাড়ি, দলটির বিদ্রোহী প্রার্থী রফিকুল আলম বাপ্পী ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন। এই ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মো. লিয়াকত আলী মিষ্টি কুমড়া প্রতীকে মাঠে আছে।
২১ নম্বর জামালখান ওয়ার্ডে বিএনপির আবু মোহাম্মদ মহসীন চৌধুরী মিষ্টি কুমড়া ও বর্তমান কাউন্সলর আ’লীগের শৈবাল দাশ সুমন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মো. আব্দুল মালেক মিষ্টি কুমড়া ও আ’লীগের প্রার্থী মোহাম্মদ সলিম উল্লাহ ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী সাব্বির চৌধুরী লাটিম প্রতীকে নির্বাচন করছেন।
২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডে আ’লীগের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ জাবেদ মিষ্টি কুমড়া ও বিএনপির মোহাম্মদ মহসীন ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন।
২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী এস এম ফরিদুল আলম ব্যাডমিন্টন র‌্যাকেট ও আ’লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর নাজমুল হক পেয়েছেন ঠেলাগাড়ি। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. রকিবুল আমিন ঘুড়ি, মো. রাশেদুল ইসলাম লাটিম, মো. জাবেদ নজরুল ইসলাম টিফিন ক্যারিয়ার নিয়ে নির্বাচন করছেন।
২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে আ’লীগ সমর্থিত আবদুস সবুর লিটন টিফিন ক্যারিয়ার ও বিএনপির এককপ্রার্থী শহীদ মোহাম্মদ চৌধুরী পেয়েছেন ঘুড়ি প্রতীক। বর্তমান কাউন্সিলর আ’লীগের বিদ্রোহীপ্রার্থী এস এম এরশাদ উল্লাহ লাটিম প্রতীকে নির্বাচন করছেন।
২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে আ’লীগের মোহাম্মদ হোসেন ঠেলাগাড়ি ও বিএনপিরপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. আবুল হাশেম পেয়েছেন লাটিম প্রতীক। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. ইলিয়াছ ঘুড়ি, মো. নাঈম উদ্দিন ব্যাডমিন্টন র‌্যাকেট, মো. ইমতিয়াজ সবুজ পেয়েছেন টিফিন ক্যারিয়ার প্রতীক। অন্যদিকে বিএনপির বিদ্রোহীপ্রার্থী মো. আজিজুর রহমান বাবুল ঝুড়ি ও মো. মহসীন আলী চৌধুরী মিষ্টি কুমড়া প্রতীকে নির্বাচন করছেন।
২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মোহাম্মদ সেকান্দর টিফিন ক্যারিয়ার ও আ’লীগেরপ্রার্থী মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী লাটিম প্রতীকে নির্বাচন করছেন। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মোহাম্মদ ইসকান্দর মির্জা রেডিও এবং বর্তমান কাউন্সিলর এইচ এম সোহেল ঘুড়ি প্রতীক পেয়েছেন।
২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী এস এম জামাল উদ্দিন জসিম লাটিম ও আ’লীগ সমর্থিত মো. নজরুল ইসলাম বাহাদুর পেয়েছেন রেডিও প্রতীক। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো. আব্দুল কাদের ব্যাডমিন্ট র‌্যাকেট, এ বি এম মোস্তাফা কামাল ঘুড়ি ও মো. মনির উল্লাহ মিষ্টি কুমড়া প্রতীক পেয়েছেন।
২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে আ’লীগেরপ্রার্থী বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের রেডিও ও বিএনপির এককপ্রার্থী মোহাম্মদ সালাহ উদ্দিন মিষ্টি কুমড়া প্রতীকে নির্বাচন করছেন। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. আজিজ উর রশিদ ঝুড়ি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন।
৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী হাবিবুর রহমান রেডিও ও আ’লীগের আতাউল্লাহ চৌধুরী ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী ব্যাডমিন্টন র‌্যাকেট, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর মিষ্টি কুমড়া প্রতীক পেয়েছেন।
৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মোহাম্মদ দিদারুর রহমান রেডিও এবং আ’লীগের মো. আব্দুস সালাম লাটিম প্রতীকে নির্বাচন করছেন। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. হানিফ ভুঁইয়া ঠেলাগাড়ি এবং বতর্মান কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন।
৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে আ’লীগের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জহর লাল হাজারী মিষ্টি কুমড়া, বিএনপির এককপ্রার্থী নুর মোহাম্মদ লেদু পেয়েছেন ঘুড়ি প্রতীক। আ’লীগের বিদ্রোহী মোহাম্মদ নোমান লিটন লাটিম ও সুজিত সরকার ঝুড়ি প্রতীকে নির্বাচন করছেন।
৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আ’লীগের মোহাম্মদ সালাহ উদ্দিন ঘুড়ি ও বিএনপির এককপ্রার্থী ছাদেকুর রহমান পেয়েছেন ঠেলাগাড়ি প্রতীক। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব মিষ্টি কুমড়া, এইচ এম হোসাইনুর রশিদ লাটিম প্রতীকে নির্বাচন করছেন।
৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি লাটিম ও আ’লীগের পুলক খাস্তগীর ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করছেন। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মোহাম্মদ দিদারুল আলম ব্যাডমিন্টন র‌্যাকেট, বিজয় কৃষ্ণ দাশ ঘুড়ি ও অনুপ বিশ্বাস মিষ্টি কুমড়া প্রতীক পেয়েছেন।
৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে আ’লীগের বর্তমান কাউন্সিলর হাজি নুরুল হক ঘুড়ি ও বিএনপির অ্যাডভোকেট তারিক আহমদ মিষ্টি কুমড়া প্রতীকে নির্বাচন করছেন।
৩৬ নম্বর গোসাইলডেঙ্গা ওয়ার্ডে আ’লীগের বর্তমান কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী পেয়েছেন ঘুড়ি এবং বিএনপির এককপ্রার্থী মো. হারুন পেয়েছেন টিফিন ক্যারিয়ার প্রতীক। অন্যদিকে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. সাকির ব্যাডমিন্টন র‌্যাকেট, মো. মোর্শেদ আলী লাটিম ও মো. সাইফুল আলম চৌধুরী রেডিও প্রতীক পেয়েছেন।
৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মো. ওসমান পেয়েছেন ঘুড়ি এবং আ’লীগের মো. হোসেন মুরাদ পেয়েছেন টিফিন ক্যারিয়ার। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মোহাম্মদ এনামুল হক রেডিও ও মো. ইবনে মবিন ফারুক লাটিম প্রতীকে নির্বাচন করছেন।
৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী হানিফ সওদাগর মিষ্টি কুমড়া ও আ’লীগেরপ্রার্থী এবং বর্তমান কাউন্সিলর গোলাম মো. চৌধুরী পেয়েছেন ঠেলাগাড়ি প্রতীক। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মোহাম্মদ হাসান মুরাদ ঘুড়ি প্রতীক পেয়েছেন।
৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আ’লীগের বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন লাটিম ও বিএনপির সরফরাজ কাদের রাসেল পেয়েছেন রেডিও প্রতীক।
৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মোহাম্মদ হারুন ঘুরি ও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী, বর্তমান কাউন্সিলর মুহাম্মদ জয়নাল আবেদীন টিফিন ক্যারিয়ার নিয়ে নির্বাচন করছেন। এখানে আ’লীগের আব্দুল বারেক ঠেলাগাড়ি, দলটির বিদ্রোহীপ্রার্থী মো. ফরিদুল আলম লাটিম প্রতীক পেয়েছেন।
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মো. নুরুল আবছার মিষ্টি কুমড়া ও আ’লীগের প্রার্থী বর্তমান কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী ঘুড়ি প্রতীক পেয়েছেন। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী মো. ফজল করিম রেডিও, মো. মঞ্জুর আলম লাটিম, নুরুল আবছার ঠেলাগাড়ি, আবদুর রহিম ঝুড়ি, মোহাম্মদ আলমগীর ব্যাডমিন্টন র‌্যাকেট ও মো. রফিক টিফিন ক্যারিয়ার প্রতীক পেয়েছেন।

ডিসি/এসআইকে/আইএস