নারীরা কে কোন প্রতীক পেলেন?

সুমাইয়া নাজনীন >>>
আসন্ন চসিক নির্বাচনে সাধারণ ওয়ার্ডে নির্বাচন করা পুরুষ কাউন্সিলরদের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচনে থাকা নারী কাউন্সিলরপ্রার্থীদের প্রতীক নিয়েও জানার আগ্রহ পাঠকের। দৈনিক চট্টগ্রাম পাঠকের এই তৃষ্ণা মেটাতে তুলে ধরছে চসিকের নারী কাউন্সিলরপ্রার্থীদের কে কোন প্রতীক পেলেন সে বিষয়ে।
চসিকের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সৈয়দা কাশফিয়া নাহরিন পেয়েছেন চশমা প্রতীক। বিএনপির প্রার্থী রোকসানা বেগম হেলিকপ্টার প্রতীক পেয়েছেন। এছাড়াও এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফেরদৌস বেগম মুন্নী পেয়েছেন আনারস এবং মোবাশ্বেরা বেগম বই।
২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জোবাইরা নার্গিস খান পেয়েছেন মোবাইল ফোন, এবং বিএনপির একক প্রার্থী মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী পেয়েছেন গ্লাস প্রতীক। এছাড়াও আ’লীগের বিদ্রোহীপ্রার্থী শামসুন নাহার স্টিল আলমিরা, রোকেয়া বেগম আনারস, সিরাজুন নুর বেগম হেলিকপ্টার, অশ্রু চৌধুরী বই প্রতীকে নির্বাচন করছেন।
৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের বর্তমান কাউন্সিলর জেসমিন পারভীন জেসি পেয়েছেন চশমা ও বিএনপির এককপ্রার্থী জিন্নাতুল নেছা জিনু পেয়েছেন গ্লাস প্রতীক। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী জোহরা বেগম বই, নুর তাজ বেগম আনারস প্রতীক পেয়েছেন।
৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের তছলিমা বেগম (নুরজাহান) পেয়েছেন বই, বিএনপির সকিনা বেগম পেয়েছেন মোবাইল ফোন। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী নাদিরা সুলতানা হেলেন চশমা, বর্তমান কাউন্সিলর আবিদা আজাদ জিপ গাড়ি, মোছাম্মৎ আয়শা আক্তার গ্লাস ও বিএনপির বিদ্রোহী ইসমত আরা জেরিন পেয়েছেন আনারস।
৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের আঞ্জুমান আর বেগম পেয়েছেন বই, বিএনপির বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম মনি পেয়েছেন মোবাইল ফোন প্রতীক। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী নবুয়াত আরা সিদ্দিকা বেহালা ও বিএনপির রেজিয়া বেগম আনারস প্রতীক পেয়েছেন।
৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী মাহমুদা সুলতানা মোবাইল ফোন এবং আ’লীগের শাহীন আক্তার রোজী পেয়েছেন আনারস। আ’লীগের বিদ্রোহীপ্রার্থী শামীমা নাসরিন গ্লাস, সালেহা বেগম স্টিল আলমিরা ও শাহিদা বেগম পারভীন পেয়েছেন….।
৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের রুমকি সেনগুপ্ত পেয়েছেন হেলিকপ্টার, দলটির বিদ্রোহীপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর আন্জুমান আরা বেগম আনারস ও চৈতী বসু মল্লিক বই প্রতীক। এখানে বিএনপির এককপ্রার্থী পারভীন আকতার চৌধুরী পেয়েছেন চশমা প্রতীক।
৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগেরপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর নীলু নাগ পেয়েছেন মোবাইল ফোন, বিএনপির এককপ্রার্থী আরজুন নাহার মান্না গ্লাস প্রতীকে নির্বাচন করছেন। এখানে আ’লীগের বিদ্রোহী আলতাজ বেগম বুবলী চশমা, জিন্নাত সুলতানা আনারস, পম্পি দাশ বই প্রতীকে নির্বাচন করছেন।
৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ফারহানা জাবেদ জিপ গাড়ি ও বিএনপির এককপ্রার্থী খালেদা বোরহান পেয়েছেন মোবাইল ফোন প্রতীক। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী জাহেদা বেগম পপি পেয়েছেন স্টিল আলমিরা এবং গুলজার বেগম রুবি পেয়েছেন আনারস প্রতীক।
১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির এককপ্রার্থী জেসমিনা খানম আনারস প্রতীক ও আ’লীগেরপ্রার্থী হুরে আরা বেগম পেয়েছেন মোবাইল ফোন প্রতীক। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী সুপ্তি তলাপাত্র চশমা ও রাধা রানী দেবী টুনটু মুন পেয়েছেন বই প্রতীক। ১১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের জিন্নাত আরা বেগম পেয়েছেন আনারস, বিএনপির এককপ্রার্থী কামরুন নাহার লিজা পেয়েছেন স্টিল আলমারী প্রতীক। এখানে আ’লীগের বিবি মরিয়ম চশমা ও ফেরদৌসি আকবর পেয়েছেন বই প্রতীক।
১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের বর্তমান কাউন্সিলর আফরোজা জহুর (আফরোজা কালাম) পেয়েছেন গ্লাস ও বিএনপির শাহিদা খানম পেয়েছেন আনারস প্রতীক।
১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আ’লীগের বর্তমান কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী পেয়েছেন গ্লাস, বিএনপির এককপ্রার্থী মনোয়ারা বেগম পেয়েছেন আনারস প্রতীক। এখানে আ’লীগের বিদ্রোহীপ্রার্থী নন্দিতা দাশগুপ্ত চশমা প্রতীক পেয়েছেন।
১৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও আ’লীগপ্রার্থী শাহানুর বেগম পেয়েছেন গ্লাস এবং বিএনপির জাহিদা হোসাইন আনারস প্রতীক পেয়েছেন।

ডিসি/এসআইকে/এসএন