পাঁচ ওয়ার্ডে নেই বিদ্রোহী প্রার্থী

নগর প্রতিবেদক >>>
আসন্ন চসিক নির্বাচনে ৪১ ওয়ার্ডে বিদ্রোহের ভারে ন্যূব্জ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ স্বস্তিতে আছে নগরের পাঁচ ওয়ার্ড নিয়ে। অন্যদিকে ৪১ ওয়ার্ডের দুই-তিনটি ছাড়া বাকী সবগুলো ওয়ার্ডে এককপ্রার্থী দিতে পেরে বিদ্রোহের আগুন থেকে মুক্তি নিয়ে স্বস্তিতে আছে বিএনপিও। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পাঁচটি ওয়ার্ডে আওয়ামী লীগ কিংবা বিএনপি- কোনো দলেরই বিদ্রোহী প্রার্থী নেই।
নির্বাচন কমিশনের তালিকা পর্যালোচনায় দেখা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের পর শুধু পাঁচটি ওয়ার্ডে দুই দলের প্রার্থী ছাড়া কোনো বিদ্রোহী প্রার্থী নেই। নেই কোনো স্বতন্ত্রপ্রার্থীও। ওয়ার্ডগুলো হচ্ছে ৬ নম্বর পূর্ব-ষোলশহর ওয়ার্ড, ২১ নম্বর জামালখান ওয়ার্ড, ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড, ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ড ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড। এছাড়াও দু’টি সংরক্ষিত ওয়ার্ডেও নারী কাউন্সিলরপ্রার্থীদের ছড়াছড়ি নেই। দু’টি ওয়ার্ডেই এককপ্রার্থী রয়েছেন। এগুলো হচ্ছে ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড ও ১৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ড
জানা গেছে, ৬ নম্বর পূর্ব-ষোলশহর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করছেন এম আশরাফুল আলম (ঘুড়ি) ও বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করছেন মুহাম্মদ হাসান লিটন (রেডিও প্রতীক)। ২১ নম্বর জামালখান ওয়ার্ডে আওয়ামী লীগের শৈবাল দাশ সুমন (ঠেলাগাড়ি) ও বিএনপির আবু মোহাম্মদ মহসিন চৌধুরী (মিষ্টি কুমড়া)। ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মোহাম্মদ জাবেদ (মিষ্টি কুমড়া) ও বিএনপির মোহাম্মদ মহসিন (ঘুড়ি) নির্বাচন করছেন। ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ডে আ’লীগের সমর্থন নিয়ে হাজী নুরুল হক (ঘুড়ি) ও বিএনপির অ্যাড. তারিক আহমেদ (মিষ্টি কুমড়া) নির্বাচন করছেন। ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জিয়াউল হক সুমন (লাটিম) ও বিএনপির সরফরাজ কাদের রাসেল (রেডিও) নির্বাচন করছেন।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দু’টি ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একক নারী কাউন্সিললর প্রার্থী রয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের আফরোজা জহুর প্রকাশ আফরোজা কালাম (গ্লাস) ও বিএনপির শাহিদা খানম (আনারস)। এছাড়াও ১৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহানুর বেগম (গ্লাস) ও বিএনপির জাহিদা হোসাইন (আনারস) নির্বাচন করছেন।

ডিসি/এসআইকে/আইএস