কালুরঘাট ব্রিজের সংস্কার কাজের সূচি পরিবর্তন, চলবে ১৩-২৩ জুলাই

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
কালুরঘাট ব্রিজ সংস্কার কাজের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামি ১৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সংস্কার কাজ চলবে।  এর আগে সংস্কারের এই সূচি ছিল ২৩ জুলাই থেকে ২ আগস্ট।  তারিখ পরিবর্তন করায় দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা তৌষিয়া আহমেদ জানান, ‘কন্ট্রোল থেকে প্রথমে ২৩ জুলাই থেকে ১০ দিন সংস্কার কাজ শুরু হওয়ার কথা জানানো হলেও পরে তা ১৩ জুলাই থেকে শুরু করার কথা জানানো হয়েছে।  ঘোষণায় ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সবুক্তগীন জানান, প্রথমে ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সংস্কারের সিদ্ধান্ত হয়।  কিন্তু কোরবানির ঈদের কথা মাথায় রেখে ২৩ জুলাইয়ের ভেতর কাজ শেষ করতে চাই।  কারণ ঈদে যান চলাচল বেশি হয়, তাই মানুষের দুর্ভোগ লাঘবে ১৩ জুলাই থেকে মেরামতের কাজ শুরু হবে।  শেষ হবে ২৩ জুলাই।  এ জন্য ১৩ জুলাই থেকে ২৩ জুলাই ১০ দিন কালুরঘাট ব্রিজে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

ডিসি/এসআইকে/এসএজে