বিনা ভোটে চেয়ারম্যান-মেম্বার পাচ্ছেন রাউজানবাসী!

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হতে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন ইউনিয়নেও মেম্বার পদে ওয়ার্ডে পর্যায়ে একক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে মোট ১৬৮ জন ইউপি মেম্বার প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীতা দাখিলের শেষ দিন ২ নভেম্বর (মঙ্গলবার)। আগামি ২৮ নভেম্বর উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১ জনই বর্তমান সরকার দলীয় চেয়ারম্যান। এছাড়া নৌকা প্রতীকে একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কদলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে অগ্রণী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, বিনাজুরীতে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রবীন্দ্র লাল চৌধুরী।
নৌকার অন্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- হলদিয়ায় বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়ায় চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী লালু, নোয়াজিশপুরে চেয়ারম্যান এম সরোয়ার্দ্দি শিকদার, চিকদাইর-এ চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, গহিরায় চেয়ারম্যান নুরুল আবসার বাশি, রাউজান সদরে চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পাহাড়তলীতে চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, বাগোয়ানে চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পূর্ব গুজরায় চেয়ারম্যান এম আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরায় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, উরকিরচরে চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।
এদিকে পুরুষ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার পক্ষে দলীয় নেতা-কর্মীরা ঐক্যমতে এসেছেন। রোববার (৩১ অক্টোবর) পাহাড়তলী ইউনিয়নে নির্বাচনী মনোনয়নপত্র জমাদান সংক্রান্ত দলীয় প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়, মেম্বার পদে একক প্রার্থী দেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আবদুল ওহাব বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলের মতামতের ভিত্তিতে উপজেলা থেকে পাঠানো প্রার্থীর তালিকা দেখে কেন্দ্র থেকে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। এখানকার নেতাকর্মীরা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। এখানে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কোনো বিদ্রোহী প্রার্থী হবে না, সেটি নিশ্চিত।

ডিসি/এসআইকে/আরএআর