মাদার তেরেসা ও ড. শহীদুল্লা সম্মাননা পেলেন লায়ন নজমূল হক চৌধুরী

 

বৃহত্তর কাট্টলীর জনপ্রিয় একমাত্র মূখপত্র মাসিক কাট্টলী বার্তা’র অন্যতম উপদেষ্টা,প্রাক্তন জেলা লায়ন গর্ভুর ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও আই হসপিটালের  অবৈতনিক চেয়ারম্যান পিডিজি নজমুল হক চৌধূরী সম্মানসূচক ‘মাদার তেরেসা সম্মাননা পদক’ এবং  জ্ঞান তাপস‘ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্মাননা পদক’ অর্জন করেছেন। সম্প্রতি ঢাকাস্থ অন্যতম অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি এবং গোধূলী সাংস্কৃতিক একাডেমি তাঁকে এই সম্মাননা প্রদান করে।

জানা গেছে, চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা সম্মাননা পদক- ২০১৯’ প্রদান করেবাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি। অন্যদিকে চিকিৎসা সেবা ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুলাøহ স্বর্ণ পদক-২০১৯’ প্রদান করে গোধূলী সাংস্কৃতিক একাডেমি।

চট্টগ্রামের প্রবীণ ও প্রাক্তন জেলা লায়ন গর্ভুর নজমুল হক চৌধূরী তাঁর কর্মময় জীবনে বিভিন্ন সামাজিক ও মানব সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। তারমধ্যেআঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ইনডিপেন্ডেন্ট ডিরেক্টর, এস কে এম জুট মিলস্- এর আবাসিক পরিচালক, লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় এবং লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের গভর্ণিং বডির হিতৈষী সদস্য, মাসিক কাট্টলী বার্তা’র উপদেষ্টা পরিষদ সদস্য ও নূরুল হক চৌধূরী স্মৃতি সংসদ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ভান ওমেরেন ট্যাংক টার্মিনাল লি. ও ইন্টারন্যাশনাল অয়েল মিলস্ লি.এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ট্যাংক টার্মিনাল লি. এর প্রাক্তন প্রশাসক, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন, ঢাকা-এর ভাইস চেয়ারম্যান ছিলেন।আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ), ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এমপয়øীজ ফেডারেশন, ঢাকা-এর নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি এফবিসিসিআই এর সাধারণ সদস্য ছাড়াওআরো অনেক সামাজিক ও মানবসেবামূলক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তির