মিরসরাইয়ে হামলায় বীর মুক্তিযোদ্ধা নিহত

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
চট্টগ্রামের মিরসরাইয়ে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. শাহজাহান (৭৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মে) বিকেল ৩ টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার ৩ নম্বর ওসমানপুর হাজী বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ওই এলাকার বাসিন্দা মৃত গনি আহমেদের ছেলে।  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।  তিনি বলেন, ‘বিকেল ৪ টার দিকে মিরসরাই উপজেলা থেকে প্রতিপক্ষের হামলায় আহত একজন বীর মুক্তিযোদ্ধাকে হাসপাতালে আনেন স্বজনরা।  পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।
এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, ‘ওসমানপুর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল।  আজ (শুক্রবার) প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।  আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  আমরা ঘটনাস্থলে আছি।  এখনও কেউ অভিযোগ দেননি।  অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।

ডিসি/এসআইকে/আরএআর