নারীদের ঝগড়া থামাতে গিয়ে লাশ হলেন পুরুষ

উত্তর চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক >>>
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পারিবারের মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, বুধবার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের মধ্যম মহাদেবপুরের শেখনগর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত বাবলু একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার পুকুরঘাট ব্যবহার নিয়ে মধ্যম মহাদেবপুরের শেখনগর এলাকার দুই নারীর মধ্যে ঝগড়া হয়।  পরে সেই ঝগড়া গড়ায় দুই পরিবারের পুরুষ সাইফুল ও শাহীনের মধ্যেও।  এর জেরে পরদিন বুধবার আরো কিছু লোকজন নিয়ে সাইফুলকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহীন।  ওই সময় দুই পক্ষের ধস্তাধস্তি দেখে এগিয়ে যান বাবুল।  তিনি উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করলে এর মধ্যেই কে বা কারা তাকে ছুরিকাঘাত করেন।  পরে আহত বাবুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
এর আগে ঘটনার দিন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনের নামে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন বাবলুর বাবা কামাল উদ্দিন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুকুরঘাটে দুই নারীর মধ্যে ঝগড়া হয়।  তুচ্ছ এ বিষয় নিয়ে তাদের পরিবারের পুরুষরা মারামারিতে লিপ্ত হন।  মারামারিতে কোনো এক পক্ষের রোষানলে পড়ে ছুরিকাঘাতে শিকার হন বাবলু।  আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডিসি/এসআইকে/এসইউআর