বজ্রপাতে ২ জনের মৃত্যু লক্ষ্মীপুরে

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
লক্ষ্মীপুরের রায়পুর ও রামগতি উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটার মধ্যে পৃথক দুটি ঘটনা ঘটে।  বজ্রপাতে মৃতরা হলেন আবদুল আজিজ (২৫) ও কালু মাঝি (৬০)।  এদের মধ্যে আজিজ রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের হোসেন আলীর ছেলে।  তিনি পেশায় কৃষক ছিলেন।
মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় টুনুরচরে কাজের জন্য ঘর থেকে বের হন তিনি।  পথে চরকাছিয়া এলাকার মিয়ারহাট নয়াদাগ মসজিদের পাশে বজ্রপাতে মারা যান আজিজ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বজ্রপাতে একজন মারা গেছে শুনেছি।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অপরজন কালু মাঝি রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সোনালী গ্রামের বাসিন্দা।  তিনি পেশায় জেলে ছিলেন।  দুপুর আড়াইটার দিকে জাল নিয়ে বাড়ির পাশের একটি খালে তিনি মাছ শিকার করতে যান।  এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।
ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুর রশিদ বৃদ্ধ জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি/এসআইকে/এমএসএ