মাটিরাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে

এ এম ফাহাদ, মাটিরাঙ্গা থেকে >>>
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে একযোগে মানবাধিকার কমিশনসহ, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা ইউনিট, বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা পৌর শাখা ও মাটিরাঙ্গা উপজেলা স্কাউট ইউনিটের সদস্যরা উপজেলা পরিষদের সামনে থেকে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে। এটি পৌরসভার বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হয়।
এর আগে বাংলাদেশ মানবাধিকার কমিশন মাটিরাঙ্গা পৌর শাখা ও মাটিরাঙ্গা ছাত্রলীগ এর উদ্যোগে আয়োজিত এ জীবাণুনাশক স্প্রে কার্যক্রমে অংশ গ্রহনের মধ্যদিয়ে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলার সকলকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানিয়ে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন তারা।

ডিসি/এসআইকে/এএমএফ