দেশে ৩ জনের মৃত্যুসহ নতুন আক্রান্ত ৫৪৯ জন

ঢাকা ব্যুরো, দৈনিক চট্টগ্রাম >>>
গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে।  এছাড়াও গত ২৪ ঘন্টায় মোট ৪ হাজার ৩৩২ জনের নমুনা সংগৃহিত হলেও পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩০৯ জনের।  তাদের মধ্যে থেকে নতুন করে কোভিড- ১৯ আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন মোট ৫৪৯ জন।  এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে গত ২৪ ঘন্টার (সোমবার সকাল ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  তিনি আরো জানান, নতুন করে যারা মৃত্যুবরণ করেছেন তারা সবাই ষাটোর্ধ্ব বয়সী এবং সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।  এই সময়ে আরো ৮ জন কোভিড- ১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৩৯ জন।  তবে ঘরে থেকে সুস্থ হওয়া তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে নেই বলেও তিনি উল্লেখ করেন।  গত ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৪১ জন।  বর্তমানে আইসোলেশনে আছেন মোট ২১১ জন। গত ২৪ ঘন্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন মোট ২৩৯২ জন।  বর্তমানে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ৭৬ হাজার ৮৪০ জন বলে ডা. নাসিমা সুলতানা জানান।

ডিসি/এসআইকে/এমএসএ