কাপ্তাইয়ে ঘরে-ঘরে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ, আতঙ্ক

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>>
করোনাকালে পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় ঘরে-ঘরে মানুষের মাঝে সর্দি-কাশি, মাথা ব্যাথা ও ভাইরাস জ্বরের প্রকোপ দেখা দিয়েছে।
করোনার প্রায় লক্ষ্যণগুলো থাকছে এই প্রকোপে।  ফলে অনেকটা আতঙ্কে থাকছেন সাধারণ মানুষ।  বিশেষত যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তাদের নিয়ে বেশি আতঙ্ক কাজ করছে পরিবারের সদস্যদের মাঝে।  জনমনে আতঙ্কের পরিমাণ বেড়েছে করোনার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ বাড়ার আশঙ্কায়।  এতে করে ঋতু পরিবর্তনজনিত কারণে সাধারণ সর্দি-কাশি কিংবা জ্বর হলেই দুশ্চিন্তায় পড়ছেন পরিবারের অন্য সদস্যরা।
তবে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতানের (আরএমও) চিকিৎসক ডা. ওমর ফারুক রনি দৈনিক চট্টগ্রামকে বলেন, মৌসুমী এ রোগ-বালাইয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  স্বাস্থ্যবিধি মেনে সময় মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ সেবন করার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ডিসি/এসআইকে/এমএ