করোনার দ্বিতীয় ঢেউ : রাঙামাটিতে ১১ জনের করোনা শনাক্ত

মাহফুজ আলম, কাপ্তাই প্রতিনিধি >>> 
করোনার দ্বিতীয় ঢেউ চলছে বলে ইতোমধ্যে চাউর হয়েছে।  আর এই ঢেউয়ে যুক্ত হলো রাঙামাটিও।  নতুন করে ১১ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।  শনিবার (২৮ নভেম্বর) রাঙামাটির পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফল ছিলো ভিন্ন।  শনিবার রাঙামাটি সদর হাসপাতালের পিসিআর ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়।  এর মধ্যে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।  আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরের ৬ জন এবং কাপ্তাইয়ের ৫ জন রয়েছে।  রাঙামাটি জেলা সিভিল সার্জনের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাঙামাটিতে মার্চ মাস থেকে এই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৯৭০ জনের, এরমধ্যে ১০৩২ জনের পজেটিভ এসেছে।  সুস্থ হয়েছেন ৯২৮ জন।  করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন।
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাঙামাটি জেলা প্রশাসনসহ কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

ডিসি/এসআইকে/এমএ