জনসমাগম এড়াতে কর্ণফুলীতে বাজারের স্থান-সূচি নির্ধারণ

সামাজিক দুরত্ব নিশ্চিতে কর্ণফুলীতে বাজার বসবে মাঠে।

কর্ণফুলী উপজেলা প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম >>>
সারা বিশ্ব আতঙ্কে ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে। এতে আক্রান্ত হয়ে বিশ্বের ১ লক্ষ ১৫ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা ৮০৩ এবং মৃত্যু ঘটেছে। সরকারও চেষ্টা করছে সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে এবং সবাইকে ঘরে রাখার মাধ্যমে এই মহামারির হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে। তারই অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসনগুলোও।
ইতোমধ্যে ভয়ংকর করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীও জনগণের সুবিধার্থে বিভিন্ন হাট-বাজারগুলোকে খোলা স্থানে এবং মাঠে সপ্তাহের নির্দিষ্ট দিনে করার প্রস্তাবনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন বেশ কয়েকদফা আলোচনার ভিত্তিতে উপজেলার হাট/বাজারগুলোকে সপ্তাহের নির্দিষ্ট দিনে পরিচালনার নির্দেশনা দিয়েছে। সাময়িকভাবে বাজারকে স্থানান্তর করে নেয়া হয়েছে মাঠে। জানা গেছে, কর্ণফুলী নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন উপজেলার কলেজ বাজার ও ক্রসিং বাজারকে এ জে চৌধুরী কলেজ মাঠে, ফকিরনির হাট এর বাজারটি ফয়জুল বারী ফাজিল মাদ্রাসা মাঠে, ফাঁজিলখার হাটের নির্ধািরিত বাজারটি কৃষি ব্যাংকের সামনের মাঠে, চরলক্ষ্যা বোর্ড বাজারকে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে, ব্রিজঘাট বাজারকে চরপাথরঘাটা ব্রিজঘাট রোড এর পশ্চিম পাশের মাঠে। স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন দৈনিক চট্টগ্রামকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এখন হতে কর্ণফুলী উপজেলার হাটবাজারসমূহের কাঁচা বাজার, ফল, মাংস ও মুরগির দোকান, মাছের বাজার সাপ্তাহিক হাটের দিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত স্থানগুলোতে বসবে।

ডিসি/এসআইকে/এমএম