মানিকছড়িতে করোনা ঝুঁকিতে সংবাদকর্মীরা

মো. জাকির হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি >>>
বর্তমান বিশ্বের মহামারী করোনা ভাইরাসের কারণে প্রতিদিন মৃত্যুর মিছিলের সাথে আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছে লক্ষ মানুষের নাম। লকডাউন হচ্ছে পাড়া-মহল্লা থেকে শুরু করে দেশ-বিশ্ব। এই পরিস্থিতিতে নগর সাংবাদিকতায় যুক্ত সংবাদকর্মীদের সুরক্ষা নিয়ে আলোচনা থাকলেও তৃণমূল মফস্বল সংবাদকর্মীদের নিয়ে কেউই এখনো কোনো উদ্যোগ নেননি। মফস্বলের সংবাদকর্মীরা নিজ এলাকার সর্বশেষ তথ্য দেশ ও দেশের মানুষকে জানাতে ভয়াবহ করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে নিরলস দায়িত্ব পালন করে গেলেও তাদের জন্য সুরক্ষামূলক কোনো উদ্যোগ কেউই নেননি। ফলে মহামারি করোনার চরম ঝুঁকি মাথায় নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন মানিকছড়িসহ মফস্বল সংবাদকর্মীরা।
পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রবেশদ্বার উপজেলা মানিকছড়ির সাংবাদিকেরাও রয়েছেন মারাত্মক করোনা ঝুঁকিতে। তাই বলে দায়িত্ব থেকে সরে থাকছেন না এখানকার সংবাদকর্মীরা। কোনো ধরণের সুরক্ষা সামগ্রী ছাড়াই রাত-দিন ছুটে চলেছেন সংবাদ সংগ্রহের জন্য। জীবনের মায়া ত্যাগ করে তুলে আনছেন মহামারী করোনা ভাইরাসসহ তৃণমূলের নানান ঘটনাপ্রবাহ। মফস্বলের সকল পরিস্থিতিতে, সকল দুর্যোগে একমাত্র মফস্বল সংবাদকর্মীরাই সবসময় থেকেছে অবহেলিত। তাদের সুরক্ষার প্রয়োজনে কখনোই কেউ এগিয়ে আসার উদ্যোগ নেননি। বর্তমান পরিস্থিতিতেও যেনো কারো কোনো চিন্তায় নেই মফস্বল সংবাদকর্মীরা।
মানিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো. মাঈন উদ্দিন দৈনিক চট্টগ্রামকে বলেন, বর্তমান পরিস্থিতিতে মফস্বল সংবাদকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। কিন্তু তাদের সুরক্ষায় এখনো কেউ এগিয়ে আসেনি, নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।
মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান দৈনিক চট্টগ্রামকে বলেন, আমরা দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে এলেও আমাদের সুরক্ষায় এখনো কেউ এগিয়ে আসেনি। তাতে করে মফস্বলের সঠিক সংবাদ সংগ্রহ করা কঠিন হয়ে পরবে।

ডিসি/এসআইকে/এমজেএইচ