১২ বছরের নিচে হজযাত্রায় টিকা লাগবে না : ধর্ম মন্ত্রণালয়

দৈনিক চট্টগ্রাম ডেস্ক >>>
১২ বছরের কম বয়সী হজযাত্রীদের সৌদি আরব যেতে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জুন) মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ১২ বছরের কম বয়সীদের পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব যেতে ভ্যাকসিনের প্রয়োজন হবে না।  ভিসা পেলে তারা হজে যেতে পারবে।
এবার ২ হাজার ৩৫ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেয় বিমান বাংলাদেশ।  বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে ৪০৯ জন হজযাত্রী নিয়ে ‘বিজি৩০০৯’ ফ্লাইট ঢাকা ছেড়েছে।
এর আগে ৫ জুন ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট।  এছাড়া ৬ জুন ৪০৬ জন, ৭ জুন ৪০৫ জন এবং ৮ জুন ৪০৫ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ডিসি/এসআইকে/এমএসএ