ম্যাচ জিতেও সিরিজ হারলো মেয়েরা

ক্রীড়া ডেস্ক, দৈনিক চট্টগ্রাম >>>
ওয়ানডেতে প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ খোয়ায় বাংলাদেশের মেয়েরা। তবে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই দেখায় দাপট।
৬ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচ সিরিজে লিড নেয় বাংলাদেশ। কিন্তু এগিয়ে গিয়েও সিরিজটা নিজেদের করে নিতে পারেনি নিগার সুলতানার দল। দ্বিতীয় টি-টোয়েন্টির পর আজ (শুক্রবার) কলম্বোতে শেষ ম্যাচেও শ্রীলঙ্কার কাছে হেরেছে সফরকারীরা।
বাংলাদেশের বিপক্ষে ৪৪ রানের সহজ জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দল।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দাঁড় করিয়েছিল ৩ উইকেট ১৫৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। হর্ষিতা সামারাবিক্রমা ৪২ বলে ৫১ আর নিলাক্ষি ডি সিলভা ৩৯ বলেই খেলেন ৬৩ রানের ঝোড়ো ইনিংস।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ ৭ উইকেটে ১১৪ রানেই থেমেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান (২৫ বলে) করেন সোবহানা মোস্তারি। ৩৩ বলে ৩১ আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

ডিসি/এসআইকে/এমএসএ